মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কোভিড-১৯ রোগে কৃষ্ণাঙ্গ এবং ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে বসবসাকারী জাতিগোষ্ঠীর মৃত্যু ঝুঁকি শেতাঙ্গদের তুলনায় অনেক বেশি। বৃহস্পতিবার ব্রিটিশ পরিসংখ্যান বিভাগ এই তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিসের (ওএনএস) পক্ষ থেকে দেয় এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছু জাতিগোষ্ঠীর মধ্যে করোনভাইরাস (কোভিড-১৯) জড়িত মৃত্যুর ঝুঁকি শেতাঙ্গ জাতিগোষ্ঠীর তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি।’ ওএনএস জানিয়েছে, ‘কোভিড-১৯ রোগে শেতাঙ্গ পুরুষদের তুলনায় কৃষ্ণাঙ্গ পুরুষদের মৃত্যুর সম্ভাবনা ৪ দশমিক ২ গুণ বেশি। শেতাঙ্গ নারীদের তুলনায় কৃষ্ণাঙ্গ নারীদের মৃত্যুঝুঁকি ৪ দশমিক ৩ গুণ বেশি।’ তারা আরও জানিয়েছে, ‘শেতাঙ্গদের তৃলনায় পরিসংখ্যানগত ভাবে বাংলাদেশী, পাকিস্তানি এবং ভারতীয়সহ লোকেদের জন্য করোনাভাইরাস অনেক বেশি ঝুঁকিপূর্ণ।’
তবে দেখা গেছে, করোনা মহামারিতে ভারত উপমহাদেশ কিংবা এশিয়া মহাদেশের তুলনায় অনেক বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র। তবে সেখানে আক্রান্তদের মধ্যে সাদাদের তুলনায় কালো ও মিশ্র জাতিগোষ্ঠীর লোকরাই বেশি বলে দাবি করছে ওএনএস। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।