Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা সংকটে বেড়েছে গাঁজার চাহিদা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ৫:২৭ পিএম

করোনা সংকটের মাঝে গাঁজার চাহিদা বেড়েছে৷ তবে লকডাউনের কারণে সরবরাহে ঘাটতিও বেড়েছে। ‘হেডসেট’ নামের একটি প্রতিষ্ঠানের দেয়া তথ্য অনুযায়ী, মার্চের মাঝামাঝি দিকে এক সপ্তাহে গাঁজা বিক্রি শতকরা ৬৪ ভাগ বেড়েছিল৷ ২০১৯ সালের শুরু থেকে, অর্থাৎ এক বছরেরও বেশি সময় এত গাঁজা বিক্রি কখনোই হয়নি৷

যুক্তরাষ্ট্রে এপ্রিল মাসে গাঁজা বিক্রি আরো বেড়ে যায়৷ বেশিরভাগ রাজ্য গাঁজাকেও ‘অত্যাবশ্যকীয় পণ্যের’ মর্যাদা দেয়ায় ক্রেতাদের মাঝে গাঁজা কিনে রাখার প্রবণতা বাড়তে থাকে৷ ‘প্রোহিবিশন পার্টনার্স’ নামের ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্তেফেন মারফি মনে করেন, রাজ্যগুলোর এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গাঁজা শিল্পের ক্রমশ বেড়ে চলা গুরুত্ব স্বীকার করে নেয়া হয়েছে৷ তবে এ শিল্পের বিকাশে বিনিয়োগ বাড়ানো দরকার বলে মনে করেন তিনি৷

গত এপ্রিলে ৩৩ টি গাঁজা খামারের ব্যবসা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে মারিজুয়ানা বিজনেস ডেইলি দেখেছে, আটটি খামারের আগামী দশ মাস টিকে থাকার মতো তহবিল নেই৷ ব্লুমবার্গ ইন্টেলিজেন্স গ্লোবাল ক্যানাবিস কম্পিটিটিভ পিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের ১৮ তারিখ পর্যন্ত গাঁজা ব্যবসায় যে অধোগতি দেখা গিয়েছিল, তা এখনো অব্যাহত আছে৷ সূত্র: ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ