বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে ঢাকা থেকে আসা এক ব্যক্তির (৫১) করোনা শনাক্ত হয়েছে। বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয়ে নমুনা সংগ্রহের পাঠানো রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় ১৪ জন করোনা আক্রান্ত হয়েছে। এ ঘটনায় করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে তাঁর বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ঝালকাঠিতে আতঙ্ক বিরাজ করছে।
সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, গত ৩ মে ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়িতে আসে ওই ব্যক্তি। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁর নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।