বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে করোনা আক্রান্ত ব্যক্তি খবর শুনার পর আত্মগোপনে চলে গেছে।তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রেখেছেন। তাকে খোঁজে বের করতে প্রশাসনের পক্ষ থেকে জোর চেষ্টা শুরু হয়েছে। এদিকে আক্রান্ত ব্যক্তি আত্মগোপনে চলে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পলাতক ওই ব্যক্তি পেশায় নির্মাণ শ্রমিক।
তার বাড়ি লালমনিরহাট জেলায়। সে উপজেলা গোড়াই শিল্পাঞ্চলের নাজিরপাড়ার একটি ভাড়া বাড়িতে থাকেন।
তবে তাকে খোঁজে বের করতে প্রশাসনের পক্ষ থেকে সবোর্চ্চ চেষ্টা শুরু হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানিয়েছেন।
গত ০৪ মে এ উপজেলা থেকে মোট ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ঢাকা পাঠানো হয়।এদের মধ্যে ওই নির্মাণ শ্রমিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপর এক পরিচ্ছন্নকর্মীর রিপোর্ট পজিটিভি ও অন্যদের ৬ জনের রিপোর্ট নেগেভিট আসে।
বৃহস্পতিবার সকালে নির্মাণ শ্রমিক তার করোনা আক্রান্তের খবর জানার পর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। তাকে খোঁজেও বের করতে প্রশাসনের লোকজন তার ভাড়া বাড়িসহ একাধিক কর্মস্থলে গিয়েও তার কোন সন্ধান পাচ্ছে না।এদিকে করোন আক্রান্ত ব্যক্তি আত্মগোপনে চলে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, আক্রান্ত ব্যক্তি আজ্ঞতার বসে আত্মগোপনে চলে গেছেন। যা তার নিজের ও সমাজের জন্য ভয়বহ হতে পারে।একই অভিমত প্রকাশ করেন মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকীও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানা, ওই ব্যক্তিকে খোঁজে বের করতে তিনিসহ স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বাহিনীর সদস্যরা জোর চেষ্টা শুরু করেছেন।প্রযুক্তির আশ্রয়ও নেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।