যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
যুক্তরাষ্ট্রের মিশিগানে করোনাভাইরাসে শতাধিক বাংলাদেশি নাগরিক আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন তিনজন বাংলাদেশি। মৃতদের পরিচয় প্রকাশ করেনি পরিবার। বাংলাদেশি কমিউনিটির নেতাদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানা গেছে।
তারা জানিয়েছেন, কঠিনভাবে আক্রান্তরা হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃদুভাবে সংক্রমিত কোভিট-১৯ রোগীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনায় শনাক্ত রোগীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সংগঠন। বিত্তবানদের পক্ষ থেকে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রীসহ আর্থিক সহায়তা।
কমিউনিটির নেতারা জানান, নিউইয়র্কের পরেই সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করেন মিশিগানে। এ রাজ্যে ২৯ বছরের পুরনো বাসিন্দা মোহাম্মদ আলী জানান, গতমাসে করোনাভাইরাসে এ তিনজন বাংলাদেশি মারা গেছেন। এ ছাড়া তার পরিচিত অন্তত ৩০ জন মানুষ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আরও অনেকে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।