মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
খামারে কাজ করার জন্য হাজার হাজার অবৈধ অভিবাসীকে ওয়ার্ক পারমিট দেয়ার পরিকল্পনা করেছে ইতালি সরকার। মঙ্গলবার এক রাজনৈতিক সূত্রে এই তথ্য জানা গেছে। কোভিড-১৯ মহামারীর কারণে বিদেশ থেকে অস্থায়ী শ্রমিক আসা বন্ধ হয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
ইতালীয় গণমাধ্যমে রাজনৈতিকভাবে সংবেদনশীল পদক্ষেপের কথা প্রকাশিত হলে সাথে সাথেইেএর প্রতিবাদ জানান ডানপন্থী বিরোধী নেতা মাত্তিও সালভিনি। তার দল অভিবাসন বিরোধী প্রচারনা চালিয়েই রাজনীতিতে সাফল্য পেয়েছে এবং নিজেদের অবস্থান শক্তিশালী করেছে।
করোনা সংক্রমণের কারণে কৃষিবিদরা হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইতালিকে প্রচুর পরিমাণে ফলমূল ও শাকসব্জি ফেলে দিতে হবে কারণ এগুলো তোলার মতো যথেষ্ট লোকবল নেই। ইতিমধ্যেই লকডাউনের কারণে দেশটির খাদ্য বাণিজ্যে ৭৫৮ কোটি ডলার ক্ষতি হয়েছে।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা ল্যামারগেস বর্তমানে বেকার বা পরনির্ভরশীল হয়ে থাকা প্রায় দুই লাখ অবৈধ অভিবাসীকে কৃষি ক্ষেত্রে কাজ করার জন্য অস্থায়ী ভিত্তিতে অনুমতি দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এই পদক্ষেপটি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার উদ্দেশ্যে করা হয়েছে।
অভিবাসন ইস্যুতে কাজ করা ইসমু ফাউন্ডেশনের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে ইতালিতে বসবাসরত ৬২ লাখ অভিবাসীর মধ্যে প্রায় ৫ লাখ ৬০ হাজার অবৈধ ছিল। তাদেরকে অনুমতি দেয়ার বিষয়টি সম্ভবত অর্থনীতিতে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে একটি বিস্তৃত আদেশে অন্তর্ভুক্ত হবে, যা এই সপ্তাহের শেষে সরকার অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে।
৩২ দিন ধরে নতুন আক্রান্ত নেই চীনের হুবেই প্রদেশে, খুলেছে স্কুল
সারা বিশ্ব যখন কাঁপছে করোনা আতঙ্কে তখন শঙ্কামুক্ত জীবন যাপন শুরু করছে করোনার উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশ। গেল ৩২ দিন ধরে হুবেই প্রদেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। উহানের হাসপাতালগুলোতেও নেই কোনো করোনা রোগী।
হুবেই প্রদেশেই গত বছরের ডিসেম্বরে প্রথম ধরা পড়ে করোনাভাইরাস। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চীনের একটি বড় মাইলফলক অর্জিত হয়েছে। পুরো দেশে শেষ তথ্যানুযায়ী মাত্র দুজন নতুন রোগী শনাক্ত হয়েছে। চীন ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার যে চেষ্টা করছে, সেখানে এই তথ্য একটি বাড়তি প্রণোদনা জোগাবে।
এদিকে হুবেই প্রদেশে খুলতে শুরু করেছে স্কুল। ছেলেমেয়েরা ফিরতে শুরু করেছে তাদের প্রাণপ্রিয় স্কুলে। বিশেষ করে গ্রেড ৯ এবং গ্রেড ১২ যাদের সামনে পরীক্ষা রয়েছে তাদের ক্লাস শুরু হয়েছে। তবে স্কুলে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নীতি মেনে তারপর প্রবেশ করতে হবে। স্কুলে ফিরে আসার আগে অবশ্যই সব শিক্ষার্থীদের করোনা টেস্ট করতে হবে সেই সাথে ক্লাসরুম থেকে শুরু করে স্কুল ক্যানটিনে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। সূত্র : রয়টার্স, সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।