মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের কেন্দ্রীয় সরকার করোনার কারণে রাজস্ব ঘাটতি মেটাতে জ্বালানির উপর অতিরিক্ত কর আরোপ করেছে। গত মঙ্গলবারই পেট্রল-ডিজেলের দামের উপর অতিরিক্ত কর ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সরকারের ঘোষণার পরই একই পথে হেঁটে দিল্লি সরকারও ভ্যাট ঘোষণা করেছে।
কর এবং ভ্যাট আরোপ নিয়ে এবার তোপ দাগলেন সাবেক কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী ও কংগ্রেসের সংসদ সদস্য পি চিদম্বরম। তিনি বলেন, করোনা-লকডাউনের সময় অতিরিক্ত কর আরোপ ‘নিষ্ঠুরতা’।
তার কথায়, ‘এমন সময়ে মানুষের হাতে টাকা দেওয়া উচিত সরকারের। তাদের হাত থেকে টাকা নেওয়া উচিত নয়।’ রাজস্ব ঘাটতি মেটাতে কেন্দ্রের ‘ঋণ’ করা উচিত বলেও পরামর্শ দিয়েছেন চিদম্বরম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।