Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাত মিলিয়ে বরখাস্ত!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাস পরীক্ষার ফল নেতিবাচক এসেছে। তাই যেন একটু বেশিই খুশি হয়ে গিয়েছিলেন সালোমন কালু। আইভরি কোস্টের এই ফরোয়ার্ড ড্রেসিং রুমে ঢুকেই শুভেচ্ছা জানাতে শুরু করেন ক্লাব সতীর্থদের, অনেকের সঙ্গে হাত মেলানও। এখানেই থেমে থানেক নি। পুরো ঘটনাটি আবার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট করেন! গোটা বিশ্বের মতো জার্মানিও যখন করোনাভাইরাসের আঘাতে জর্জরিত, তখন তার এমন কান্ডজ্ঞানহীন আচরণ বেজায় ক্ষুব্ধ করেছে বুন্দেসলিগার দল হার্থা বার্লিন। তারা সাময়িকভাবে বরখাস্ত করেছে কালুকে।
দু’দিন আগে ক্লাবটির মহাব্যবস্থাপক মাইকেল প্রিতজ সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ড্রেসিংরুমের ভেতরে সালোমন কালুর ভিডিওটি দলের প্রাথমিক নিয়মকানুন লঙ্ঘন করেছে। সেখানে এমন আচরণ দেখা গেছে যা বর্তমান পরিস্থিতি কিংবা ক্লাবের আচরণ বিধি, কোনোটির সঙ্গেই সঙ্গতিপূর্ণ নয়। হার্থা বার্লিন তাই তাৎক্ষণিকভাবে তাকে অনুশীলন ও খেলা থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।’ জার্মান ফুটবল লিগ (ডিএফএল) কর্তৃপক্ষও টুইটারে এক বিবৃতিতে বলেছে, এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অতীতে চেলসি, লিলে ও ফেইনুর্ডের হয়ে খেলা কালু অবশ্য নিজের ভুল বুঝতে পেরেছেন। কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন তিনি, ‘আমি আসলে এতকিছু ভাবিনি। কোভিড-১৯ পরীক্ষার ফল নেতিবাচক আসায় ভীষণ খুশি হয়েছিলাম। আমি তাদের কাছেও ক্ষমা চাই যাদেরকে ভিডিওতে দেখা গেছে। কারণ, তারা জানত না আমি ভিডিও করছি। আমি তাদেরকে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চাইনি।’
করোনাভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলোর মধ্যে সবার আগে মাঠে গড়াতে পারে বুন্দেসলিগা। গতপরশু বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গেল মার্চ থেকে স্থগিত হয়ে থাকা লিগ চালুর বিষয়ে জার্মান সরকারের সবুজ সংকেত মিলেছে। আগামী ১৫ মে থেকে ফের শুরু হতে যাচ্ছে মাঠের লড়াই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ