মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র মিলে উত্তর কোরিয়ায় করোনা ভাইরাস প্রবেশ করোনার চেষ্টা চালাচ্ছে। এমন অভিযোগ করেছে উত্তর কোরিয়ার সরকার। দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে’র প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার দক্ষিণ পিয়োঙ্গান প্রদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই দুই দেশের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, দক্ষিণ পিয়োঙ্গান প্রদেশের সরকারের কাছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়ায় করোনা প্রবেশ করাতে চাওয়ার বিষয়টি তুলে ধরেছেন এক শিক্ষক। ওই শিক্ষক তার লেখা অভিযোগে দাবি করেছেন, উত্তর কোরিয়ায় পাঠানোর আগে বিভিন্ন বস্তুতে করোনা ভাইরাস ছিটিয়ে পরীক্ষা করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। আর এ জন্য উত্তর কোরিয়ার সরকারকে আরো সতর্ক থাকার আহবান জানিয়েছেন ওই শিক্ষক। বিশ্বের প্রায় অধিকাংশ দেশে তান্ডব চালালেও উত্তর কোরিয়ায় করোনা ভাইরাস তেমন কোন প্রভাব ফেলতে পারেনি। দেশটির সরকারের দাবি উত্তর কোরিয়ায় কোনও করোনা আক্রান্ত রোগী নেই। তবে উত্তর কোরিয়ার এমন দাবিতে সন্দেহ প্রকাশ করছে বিশ্লেষকরা। ডেইলি এনকে, ডেইলি স্টার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।