গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
গরীব ও দুস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি।
আজ বুধবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খিলগাঁও থানা আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন সাধুর উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নির্দেশ দিয়ে আবু আহমেদ মন্নাফি বলেন, যার যার এলাকায় খোঁজ নিয়ে গরীব দুস্থ্যদের খোঁজ নিতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি যেয়ে ত্রাণ দিতে হবে। যারা মধ্যবিত্ত এবং কারো কাছে নিজেদের অসহায়ত্বের কথা বলতে পারেন না তাদেরও খোঁজ নিয়ে সাধ্য অনুযায়ী সহযোগীতা করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক উপ-দফতর সম্পাদক মিরাজ হোসেন, সাবেক উপ প্রচার সম্পাদক মামুনুর রশিদ শুভ্র, ওয়ারী থানা আওয়ামী লীগগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ, মনসুরুল আবেদিন মুকুল, শাহাদাত হোসেন সাধু, আবু আহমেদ লিপু, শামসের আলম বাপ্পী, মেজবাহ উদ্দিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।