মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সারা বিশ্ব যখন কাঁপছে করোনা আতঙ্কে তখন শঙ্কামুক্ত জীবন যাপন শুরু করছে করোনার উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশ। গেল ৩২ দিন ধরে হুবেই প্রদেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। উহানের হাসপাতালগুলোতেও নেই কোনো করোনা রোগী।
হুবেই প্রদেশেই গত বছরের ডিসেম্বরে প্রথম ধরা পড়ে করোনাভাইরাস। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চীনের একটি বড় মাইলফলক অর্জিত হয়েছে। পুরো দেশে শেষ তথ্যানুযায়ী মাত্র দুজন নতুন রোগী শনাক্ত হয়েছে। চীন ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার যে চেষ্টা করছে, সেখানে এই তথ্য একটি বাড়তি প্রণোদনা জোগাবে।
বুধবার চীনে দুজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৮৮৩ জনে। তবে মৃতের সংখ্যা আগের মতই আছে ৪ হাজার ৬৩৩ জন।
এদিকে হুবেই প্রদেশে খুলতে শুরু করেছে স্কুল। ছেলেমেয়েরা ফিরতে শুরু করেছে তাদের প্রাণপ্রিয় স্কুলে। বিশেষ করে গ্রেড ৯ এবং গ্রেড ১২ যাদের সামনে পরীক্ষা রয়েছে তাদের ক্লাস শুরু হয়েছে। তবে স্কুলে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নীতি মেনে তারপর প্রবেশ করতে হবে। স্কুলে ফিরে আসার আগে অবশ্যই সব শিক্ষার্থীদের করোনা টেস্ট করতে হবে সেই সাথে ক্লাসরুম থেকে শুরু করে স্কুল ক্যানটিনে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। সূত্র: সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।