বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় লকডাউনের মধ্যেও চলছে মাদকের কারবার। কক্সবাজার থেকে প্রাইভেট কারে রাজবাড়ি নেওয়ার পথে ৮০ হাজার ইয়াবার চালান আটকে দিয়েছে পুলিশ। পাকড়াও করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন পরিস্থিতিতে দুই জন রাজবাড়ি থেকে গাড়ি নিয়ে কক্সবাজারে যান। সেখান থেকে ইয়াবা নিয়ে আবার রাজবাড়ি ফিরছিলেন তারা।
তারা হলেন- মো. আশরাফুজ্জামান (৩২) এবং রাসেল রানা (৩৫)।
নগর পুলিশের এডিসি আরেফিন জুয়েল জানিয়েছেন, আশরাফুজ্জামান রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়ার আব্দুল কাদেরের ছেলে। রাসেল একই উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। রাসেল প্রাইভেট কারটি চালাচ্ছিলেন ।
গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেট কারটিতে তল্লাশি করা হয়। একটি বাজারের ব্যাগে ইয়াবাগুলো পাওয়া যায়। গ্রেফতার দুজন জানিয়েছে, একদিন আগে কক্সবাজারে গিয়েছিল তারা। সেখান থেকে ইয়াবাগুলো নিয়ে রাজবাড়ি ফিরছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।