Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার বিমানে মাস্ক বাধ্যতামূলক করলো ফ্রান্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ৭:২৭ পিএম

যুক্তরাষ্ট্রের পর এবার করোনাভাইরাস মোকাবেলায় ফ্রান্সে বিমানযাত্রীদের মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করলো দেশটির রাষ্ট্রীয় বিমান প্রতিষ্ঠান এয়ার ফ্রান্স। ১১ মে থেকে কার্যকর হতে যাচ্ছে দেশটির সরকারি এ স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা। রয়টার্স
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বিমানযাত্রীরা ফ্লাইটের পূর্বে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং নিজেরাই এ মাস্ক নিয়ে আসবে। দরকার হলে বাড়তি মাস্ক নিয়ে আসবে। বিমান প্রতিষ্ঠান থেকে কোন প্রকার মাস্ক সরবরাহ করা হবে না। কোন কারণেই মাস্ক ব্যবহার ছাড়া বিমানে ভ্রমণ করা যাবে না।
তার আগে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমান প্রতিষ্ঠান ফ্লাইটে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। তাদের মধ্যে লুফতাঞ্জা, ইউনাইটেড এয়ারলাইনস্, ডেল্টা এয়ারলাইনস অন্যতম। এরইমধ্যে করোনা বিস্তারের কারণে বিশ্বুজুড়ে লকডাউন থাকায় আর্থিক চরম বিপর্যয়ে পড়ে যায় বিমান প্রতিষ্ঠানগেুলো। উপায়ান্তর না পেয়ে হাজার হাজার বিমানকর্মী ছাঁটাই করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কিছু নামিদামি বিমান প্রতিষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ