Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালের জানালা দিয়ে ৩ রুশ ডাক্তারের ঝাঁপ, নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ৫:৫৯ পিএম

গত দুই সপ্তাহে রহস্যজনকভাবে হাসপাতালের জানালা দিয়ে ৩ রুশ ডাক্তার ঝাঁপ দিয়েছেন এবং মারা গেছেনন ২ জন ডাক্তার। তারা এঘটনা ঘটালেও ধারণা করা হচ্ছে করোনা রোগিদের চিকিৎসায় অব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণেই এমনটি হয়ে থাকতে পারে। -সিএনএন

এ ঘটনায় আহত একজন ডাক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে রুশ আইনশৃঙ্খলা বাহিনী।
আলেকজান্ডার শুলেপভ যিনি একজন এ্যাম্বুলেন্স ডাক্তার মস্কো থেকে ৩২০ মাইল দক্ষিণে ভরোনেজ শহরে কাজ করতেন। তিনি গত শনিবার নভোসমান্সকায়া হাসপাতালের তিনতলা থেকে লাফ দেন। কর্মরত ওই ডাক্তারের করোনা পজিটিভ ধরা পড়ার পরও পেশাগত দায়িত্ব পালনের জন্যে চাপ দেয়া হচ্ছিল বলে জানা যায়।
গত পহেলা মে সাইবেরিয়া শহরের ক্রাসনোইয়ারস্ক হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান ডাক্তার এলেনা নেপোমনিয়াস্কায়া এক সপ্তাহ ইনটেনসিভ কেয়ারে চিকিৎসারত অবস্থায় মারা যান। সরকারি বিবৃতিতে এমন বলা হলেও স্থানীয় একটি টেলিভিশন জানায়, এলেনা আঞ্চলিক চিকিৎসক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় করোনা চিকিৎসায় ব্যবহৃত ‘প্রটেকটিভ গিয়ার’ সংকটের কোনো সুরাহা না হলে তিনি হাসপাতাল ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ