Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ডিসেম্বরেই প্রথম করোনা রোগী শনাক্ত হয় ফ্রান্সে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ৫:০০ পিএম

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে অ্যাভিসেনি অ্যান্ড জিয়ান ভারডিয়ার হাসপাতালের জরুরি মেডিসিন বিভাগের প্রধান ডা. ইভেস কোহেন জানিয়েছেন, তার কাছে ২৭ ডিসেম্বর একজন নিউমোনিয়ার রোগী আসেন। পরীক্ষার জন্য তিনি লালা সংগ্রহ করে রাখেন। সম্প্রতি পরীক্ষায় জানা গেছে তার করোনা পজেটিভ ছিলেন। বিবিসি
এতে প্রমাণিত হলো ইউরোপে করোনা পৌঁছে গেছে মানুষের ভাবনার মাসখানেক আগেই। ডা. কোহেন বলেন, লোকটি পুরোপুরি সুস্থ হয়েছেন। তার ধারণা ছিলো না, লোকটি করোনা সংক্রমিত হতে পারেন। কারণ, তিনি সংক্রমিত এলাকায় যাননি। কে প্রথম করোনা রোগী এবং কিভাবে তা ছড়াল, তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
ডা. কোহেন বলেন, লোকটির বয়স ৪৩ বছর। তিনি প্যারিসের উত্তরপূর্বাঞ্চলীয় ববিগনি এলাকার বাসিন্দা। তিনি চারদিন হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তার মধ্যে করোনার উপসর্গ হিসেবে পরিচিত শুষ্ক কফ, জ্বর ও শ্বাসকষ্ট ছিলো।
লোকটি বলেন, অসুস্থ হওয়ার আগে তিনি কোন এলাকা ভ্রমণ করেননি। তার দুই সন্তান অসুস্থ হয়েছিলো। তবে তার স্ত্রীর মধ্যে কোন উপসর্গ দেখা যায়নি বলে জানিয়েছেন ডা. কোহেন। ওই নারী চার্লস ডে গউল বিমানবন্দরের কাছে সুপারশপে কাজ করতেন। চীন থেকে আসা অনেক লোকের সংস্পর্শে এসেছিলেন তিনি। অনেক লোক স্যুটকেস নিয়ে বিমান বন্দর থেকে সরাসরি তাদের দোকানে চলে আসতো। ডা. কোহেন বলেন, ওই নারীর মধ্যে করোনা উপসর্গ না থাকায় তারা আশ্চর্য । তিনি জানান, ফ্রান্সেই প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হয় ২৪ জানুয়ারি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ