Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুনে মৃত্যুসংখ্যা দিনে ৩ হাজার হবে যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ৪:০৬ পিএম

করোনাভাইরাস মহামারীতে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও দেশটির বেশিরভাগ রাজ্যেই লকডাউন তুলে দেয়া হয়েছে। ফলে আগামী জুন মাস থেকে সেখানে দৈনিক ৩ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ এক গোপন প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জুন নাগাদ আমেরিকায় প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হতে পারে যা বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুন। আর দৈনিক করোনায় আক্রান্ত হতে পারেন ২ লাখ মানুষ।

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন প্রকাশ্যে মৃত্যু ও আক্রান্তের হার কমার কথা বলে লকডাউন শিথিলের পর এমন খবর পাওয়া গেল। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিদিন গড়ে ১ হাজার ৭৫০ জন মারা যাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। দৈনিক ২৫ হাজার মানুষ সংক্রমিত হচ্ছেন। মার্কিন রোগ নিয়ন্ত্রণ বিভাগ (সিডিসি) জানিয়েছে, অর্থনীতি পুরোপুরি খুলে দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৯২১ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছে ২৪ হাজার ৯৪৪ জন। করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ছাড়িয়ে গেছে সবাইকে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ১২ হাজার ৮৩৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৭১৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৮৮ হাজার ২৭ জন। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ