Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা বিশ্বে প্রথম হেলথ পাসপোর্ট দিতে যাচ্ছে ব্রিটেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ২:১৫ পিএম

করোনাভাইরাস মহামারিময় বিশ্বে প্রথম দেশ হিসেবে ভাইরাস থেকে সেরে ওঠা নাগরিকদের হেলথ পাসপোর্ট দিতে যাচ্ছে ব্রিটেন। যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ডসহ আরও কয়েকটি দেশ এ পাসপোর্ট চালু করার অপেক্ষায় রয়েছে।-দ্য গার্ডিয়ান, ফরেন পলিসি

প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের সঙ্গে এ ব্যাপারে প্রযুক্তি কোম্পানিগুলোর আলোচনা শেষ হয়েছে। জুনের ভেতরেই হেলথ পাসপোর্ট চালু হবে। কাজে যোগ দিতে বা বাইরে বের হতে ব্রিটিশ শ্রমিক ও কর্মজীবীদের হেলথ পাসপোর্ট নিতে হবে। এজন্য নাগরিকদের জমা দিতে হবে ফেসিয়াল রিকগনিশন ও বায়োমেট্রিক্স সব তথ্য-উপাত্ত।এসব তথ্য উপাত্ত শুধু জমা থাকবে স্বাস্থ্য বিভাগের কাছে।
যুক্তরাষ্ট্র , কানাডা ও নিউজিল্যান্ড এরকম উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানিয়েছে ফরেন পলিসি। যুক্তরাষ্ট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যুক্তরাষ্ট্রে স্থানীয়, রাজ্য ও কেন্দ্রীয়-সরকারের সব পর্যায়েই সংরক্ষিত থাকবে এই তথ্য।
এদিকে নাগরিকদের কাজে ফিরতে বিশেষ অনুমতি দেয়ার চেষ্টার বিষয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ