Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার ভ্যাকসিন আবিষ্কারে ৮৩০ কোটি ডলারের ফান্ড গঠন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১২:১৩ পিএম

নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন আবিষ্কারে ৮৩০ কোটি ডলারের ফান্ড গঠন করতে যাচ্ছেন বিশ্ব নেতারা। এরইমধ্যে বিষয়টি নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা শুরু করেছেন তারা।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, করোনার ভ্যাকসিন আবিষ্কার ও চিকিৎসা খুঁজে বের করার জন্য ৮৩০ কোটি ডলারের ফান্ড গঠন করবে বিশ্ব নেতারা। তাতে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নরওয়ে, সৌদি আরব ও ইউরোপিয়ান কমিশন।
চলতি বছরের ৪ জুন বিশ্ব ভ্যাকসিন সম্মেলনের আগে তহবিল সংগ্রহের জন্য অনলাইনে এক মাসব্যাপী এই কার্যক্রম চলছে। সোমবার রাত থেকেই এই কনফারেন্স শুরু কথা।
সংগ্রহ করা তহবিল বিশ্বের নামীদামি স্বাস্থ্য সংগঠনগুলোকে এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোতে দেয়া হবে। উদ্দেশ্য, যত দ্রুত সম্ভব করোনার ভ্যাকসিন আবিষ্কার করা বা কার্যকরী চিকিৎসা পদ্ধতি বের করা যা বিশ্বজুড়েই সাশ্রয়ী হয়।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউরোপের নেতারা। এক খোলা চিঠিতে তারা এটাকে বিশ্বজুড়ে বিজ্ঞানী-নিয়ন্ত্রক সংস্থা, বাণিজ্য প্রতিষ্ঠান-সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ফাউন্ডেশন ও স্বাস্থ্যকর্মীদের একটি ‘অভূতপূর্ব বৈশ্বিক সহযোগিতা’ বলে উল্লেখ করেছেন।
সংবাদমাধ্যমগুলোতে পাঠানো ওই খোলা চিঠিতে সই রয়েছে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিকেল, ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ্পে কন্তে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গের।
ওই খোলা চিঠিতে তারা লিখেছেন, সবার সহায়তায় আমরা যদি বিশ্বের জন্য কোনো ভ্যাকসিনের উন্নয়ন ঘটাতে পারি তা ২১ শতকে বিশ্বের সব মানুষের অসাধারণ মঙ্গলজনক কাজ হবে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছুঁই ছুঁই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ