Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে ৩১ মে পর্যন্ত বাড়ানো হলো জরুরি অবস্থার মেয়াদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১০:৪৯ এএম

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে জাপানে চলা জরুরি অবস্থা ৩১ মে পর্যন্ত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। সোমবার (৪ মে) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

আগামীকাল বুধবারেই এখন চলা জরুরি অবস্থা শেষ হচ্ছে। কিন্তু পরিস্থিতি পুরোপুরি এখনও নিয়ন্ত্রণে না আসায় জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানো হল।

জাপান শুরু থেকেই সতর্কতামূলক পদক্ষেপ নেয়ায় অবস্থার তেমন অবনতি ঘটেনি। যার ফলে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রতিদিন কমে আসছে। তবে পরিস্থিতির উন্নতি হলেও এখনই জরুরি অবস্থা প্রত্যাহার করার মত সময় আসেনি বলে জানান প্রধানমন্ত্রী শিনজো আবে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা খাত স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও প্রায় একমাস সময় লেগে যাবে। দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও সন্তোষজনক পর্যায়ে নেমে আসেনি। এক সময় দৈনিক প্রায় ৭০০ জন করোনা পজিটিভ শনাক্ত হত, কিন্তু এখন তা প্রায় ২০০তে নেমে এসেছে।

শিনজো আবে বলেন, দৈনিক আক্রান্তের সংখ্যা কমপক্ষে ১০০তে নেমে আসলেই জরুরি অবস্থা প্রত্যাহারের কথা চিন্তা করা হবে। রোববার নতুন আরও ২০৩ জন করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। তবে প্রতিদিন একশোর বেশি রোগী সুস্থ হচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ