Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১০:১৯ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢামেকের পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে। একইসঙ্গে সেখানে কর্মরত সব পুলিশ সদস্যকে আইশোলেশনে পাঠানো হয়েছে।

বাচ্চু মিয়া নিজে জানান, ২ মে ঢামেকেই নমুনা পরীক্ষা করান তিনি। পরে সোমবার সন্ধ্যায় তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপরই তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এসএম শামীম বলেন, লকডাউন হওয়ায় ফাঁড়িতে এখন আর কোনো পুলিশ সদস্য অবস্থান করবেন না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শাহবাগ থানা থেকে দুটি মোবাইল টিম পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ