মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে চলমান লকডাউনে চরম আর্থিক সঙ্কটে পড়েছেন অসংখ্য মানুষ। তাদের সহায়তায় এগিয়ে এসেছেন বলিউড তারকারা। সেই তালিকায় আমির খানও আছেন। কিন্তু কোথাও প্রকাশ করেননি অনুদানের অঙ্ক বা কোথায় দিয়েছেন সাহায্য।
এর মধ্যে কিছুদিন আগে একটি খবর ভাইরাল হয়। সেখানে বলা হয়, অভিনব উপায়ে প্রকৃত অভাবীদের সাহায্য করছেন মিস্টার পারফেকশনিস্ট। বলা হচ্ছে, দুঃস্থদের এক কেজি করে আটার প্যাকেট দেন তিনি। শুধু তাই নয়, সবার অলক্ষ্যে প্যাকেটের মধ্যে ১৫ হাজার রুপি নগদ রেখে দিন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়, আটার পরিমাণ কম হওয়ায় অনেকেই নিতে অস্বীকার করেন। আবার একদম খাদ্য সঙ্কটে থাকা কেউ কেউ সেই প্যাকেট নিয়েছেন। আর প্যাকেট খুলতেই তারা চমকে ওঠেন। কারণ প্যাকেটের মধ্যে নগদ ১৫ হাজার রুপি রয়েছে।
যাদের সবচেয়ে বেশি প্রয়োজন- শুধুমাত্র তারা যাতে সাহায্য পান, তা নিশ্চিত করতে আমির এরকম কাজ করেছেন বলে ভিডিওতে দাবি করা হয়। তবে গতকাল সোমবার খোদ আমির জানিয়ে দিলেন, আটার প্যাকেটে তিনি টাকা দেননি।
এক বার্তায় এ অভিনেতা বলেন, ‘বন্ধুরা, গমের প্যাকেটে টাকা রাখা ব্যক্তি আমি নই। এটা পুরোপুরি ভুয়া খবর বা রবিন হুড নিজের পরিচয় প্রকাশ করতে চান না।’ সেই টুইটের পর আমিরের প্রশংসায় পঞ্চমুখ অনেকে। তাদের বক্তব্য, টাকা না দিয়েও প্রচারের সুযোগ অনেকেই হাতছাড়া করতেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।