Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যানসিটি ছাড়াছেন ডি ব্রুইন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১২:০৩ এএম

উয়েফার ক্লাব লাইসেন্স ও ফেয়ার প্লে নীতির ‘মারাত্মক লঙ্ঘন’ করায় দুই বছরের জন্য ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নিষিদ্ধ ম্যানচেস্টার সিটি। ফলে দুই বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না তারা। যদিও এ সিদ্ধান্তের বিপক্ষে আবেদন করছে ক্লাবটি। তবে শেষ পর্যন্ত যদি দুই বছরের নিষেধাজ্ঞা বহাল থাকে তাহলে ক্লাব ছেড়ে দিবেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।
যদিও এর আগেও ডি ব্রুইনের দল ছাড়ার গুঞ্জন উঠেছিল। গত ফেব্রুয়ারিতে সিটিকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। পাশাপাশি আড়াই কোটি পাউন্ড জরিমানাও করা হয়। তখনই বেলজিয়ামের গণমাধ্যম স্পোর্ত/ফুটে এ নিয়ে বিশাল প্রতিবেদন ছাপা হয়। ইংলিশ গণমাধ্যমেও উঠে আসে। তবে এবার নিজেই জানালেন ব্রুইন।
অবশ্য ইএসপিএনের সূত্র মতে, ডি ব্রুইনসহ আরও বেশ কিছু খেলোয়াড়কে সিটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনায় পড়েছেন। অপেক্ষা করছেন আবেদনের পর কি সিদ্ধান্ত দেয় উয়েফা তা দেখার। সম্প্রতি বেলজিয়ান গণমাধ্যম হেত লাতস্তে নিয়েউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি ব্উইন বলেছেন, ‘ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে এটা (নতুন সিদ্ধান্ত) দেখতে চাই। দুই বছর (চ্যাম্পিয়ন্স লিগ থেকে) দূরে থাকা অনেক লম্বা সময়। এক বছর হলে কোনো রকমে মানিয়ে নেওয়া যাবে।’
তবে ক্লাব থেকে ব্রুইনকে বলা হয়েছে তাদের কার্যক্রম সব ঠিক আছে। আর এ বেলজিয়ান মিডফিল্ডারও তাদের বিশ্বাস রয়েছে বলেই জানালেন, ‘ক্লাব আমাকে বলেছে তারা সিদ্ধান্তের বিপক্ষে আবেদন করবে এবং তারা শতভাগ নিশ্চিত যে তাদের সব কিছু ঠিক আছে। আমারও ক্লাবের প্রতি আত্মবিশ্বাস রয়েছে। যদি তারা এটা সত্যি বলে থাকে তাহলে আমি তাদের বিশ্বাস করব। আমরা অপেক্ষা করব এবং দেখব কি হয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ