মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস বিরোধী লড়াইয়ে সামনে থেকে ভূমিকা রাখতে হচ্ছে গলমাধ্যম কর্মীদের। তারাও এই মহামারি ভাইরাস থেকে নিরাপদ নন। বিশ্বের প্রায় সব দেশেই গণমাধ্যমকর্মীরা এই রোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু ভারত ও বাংলাদেশে এ আক্রান্তের হার ও সংখ্যা দুটোই অনেক বেশি। বিবিসি, টাইমস অব ইন্ডিয়া, রিপোর্টাস উইদআউট বর্ডার
করোনা মহামারির কারণে ঘোষিত লকডাউনে ভারতে সব প্রতিষ্ঠান বন্ধ থাকলেও গণমাধ্যমকর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই। সাংবাদিক, বিশেষত যারা টিভিতে কাজ করেন, বাইরে যাচ্ছেন এবং অনেক সময় জীবানু নিয়ে ঘরে ফিরছেন।
ভারতে কোভিড-১৯ এ আক্রান্ত সাংবাদিকের সংখ্যা শতাধিক। মুম্বাইতেই এই্ সংখ্যা ৫০ এর বেশি। তবে এখনও কোনও সাংবাদিক মারা গেছেন এমন খবর পাওয়া যায়নি।
বাংলাদেশে এই রোগে ৫৬ জন গণমাধ্যমকর্মী আক্রান্ত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। মারা গেছেন একজন। কিন্তু এরপরেও গণমাধ্যমকর্মীদের কাজ বন্ধ করার সুযোগ নেই স্বাভাবিকভাবেই। প্রায় সবাই আতঙ্ক নিয়ে কাজ করছেন। তাদের আতঙ্ক কাটাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে কোন সংবাদিক এই রোগে আক্রান্ত হয়ে মারা গেলে পরিবার ৫ লাখ রুপির বীমা সুবিধা পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।