Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর সাপাহারে গাঁজা সহ দুই আটক

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ২:৪১ পিএম

নওগাঁর সাপাহারে ১ কেজি গাঁজা সহ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) হাপানিয়া ক্যাম্পের জোয়ানরা দু’জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটকৃতরা হলো উপজেলার পশ্চিম বিরামপুর(কুর্তিপাড়া) গ্রামের মহসীন আলীর ছেলে আব্দুল খালেক (৩০) ও একই গ্রামের সাইফুদ্দীনের ছেলে বুলেট (৩৩)।
বিজিবির দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাঁপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার মোখলেছুর রহমানের নের্তৃত্বে বিজিবির টহল দল সীমান্তের ২৩৬ নম্বর মেইন পিলার হতে ৩ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে বেলডাঙ্গা গ্রামের নিকট অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছে থাকা শপিং ব্যাগের ভিতর হতে ১ কেজি গাঁজা ও লাল রঙ্গের একটি এ্যাপাসি আরটিআর ১৫০সিসি মোটরসাইকেল জব্দ করে। রাতেই বিজিবি আটককৃতদের সাপাহার থানায় সোপর্দ করে হাঁপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার মোখলেছুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাঁজা

২২ জানুয়ারি, ২০২২
২২ জানুয়ারি, ২০২২
আমার এক নিকটাত্মীয় মদ-গাঁজা সেবন করত। স্বামী-স্ত্রী প্রায় সময়মই ঝগড়া হতো, স্বামী তার স্ত্রীর গায়ে অনেক সময় হাত তুলত। স্ত্রীও খুব বেশী একটা ছাড় দিত না। আবার স্ত্রীর বিরুদ্ধে অন্য পুরুষের সাথে দীর্ঘ দিন রাতে-বিরাতে গোপন ফোনালাপের অভিযোগ ছিল। তাদের দুই ছেলে আছে। স্বামী তার স্ত্রীর নামে ব্যাংক একাউন্টে ১৫-১৮ লাখ টাকার সম্পদ রেখেছিল। স্ত্রী বাপের বাড়ি গিয়ে সেগুলো হাত করে নেয় এবং নেশাখোর স্বামীর সংসার করবেনা বলে জানায়। এ অবস্থায় কয়েকটি ব্যর্থ আলোচনা বা বৈঠক হয়। প্রায় এক বছরের বেশী সময় পর স্ত্রী ওই স্বামীকে এক উকিলের মাধ্যমে ডাকযোগে ডিভোর্সলেটার পাঠায়। স্বামী বলে সে ওই লেটার রিসিভ ও সাইন করেনি। এর প্রায় এক বছর পর তার স্ত্রী ওই গোপন ফোনালাপের অভিযুক্ত ব্যক্তিকেই বিয়ে করে। প্রশ্ন হলো স্ত্রীর এ তালাক ও পরবর্তী বিয়ে ইসলামের বিধান মতে সঠিক ভাবে হয়েছে কি না? আর না হলে এখন করনীয় কি?

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ