বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা নুর রায়হানসহ তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় রাবির চারুকলা এলাকা থেকে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়। নুর রায়হান চাঁপাইনবাবগঞ্জ জেলার বাংগাবাড়ি গ্রামের বাসিন্দা। আটক অপর ২ জন হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর থানার গোলজারের ছেলে আব্দুল হালিম ও রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পুর্বপাড়া গ্রামের রাকিবুলের ছেলে শুভ্র। তার ডোপ টেস্টে রেজাল্ট পজিটিভ এসেছে। আটক তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নুর রায়হানসহ তিনজনকে আটক করা হয়েছে। পরীক্ষায় রেজাল্ট পজিটিভ এসেছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি লিখিত আকারে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।