বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে সড়ক অবরোধ করে ত্রাণের জন্য বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১০টা থেকে নগরীর কেদুর মোড় এলাকায় এই বিক্ষোভ করে এলাকাবাসী। ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর বিরুদ্ধে এই বিক্ষোভ হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, তারা ২৪ নাম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। করোনার জন্য দীর্ঘদিন ধরে তারা বেকার হয়ে পড়ে থাকলেও কোন ত্রাণ সহায়তা পাচ্ছেন না। এতে তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। এই পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন। তাদের দাবি, ত্রাণ দেবার কথা বলে জাতীয় পরিচয়পত্র কার্ডের ফটোকপি নিয়েছিলেন ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী। কিন্তু ত্রাণ না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। ত্রাণ দেওয়া না হলে লকডাউন তুলে নেয়ার দাবি জানান তারা।
কলিমউদ্দিন নামের একজন বিক্ষোভকারী জানান, বেশ কিছুদিন আগে খরবোনা এলাকা থেকে তাদের ২৪ নম্বর ওয়ার্ডের লোকজন জাতীয় পরিচয়পত্র নিয়ে যায় ত্রাণ দেয়ার নামে। কিন্তু অনেকদিন পার হয়ে গেলেও তাদের কোন ত্রাণ দেয়া হয়নি। কাউন্সিলর কাদের ত্রাণ দিয়েছেন তারা জানেন না। ক্ষুধা না সহ্য করতে পেরে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। ত্রাণ না দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী। তিনি বলেন, সোমবার সকাল থেকে আমাদের এই অঞ্চলের কিছু অটোরিকশা চালক গ্যারেজ খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছিলো। ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট এসেছিলেন। তার আশ্বাসে বিক্ষোভকারীরা চলে গেছে।
ত্রাণের বিষয়ে তিনি বলেন, আমার এলাকার নিম্ন আয়ের মানুষের তালিকা করে ত্রাণ দেয়া হয়েছে। এখানে কোন উচ্চবিত্ত পরিবারকে ত্রাণ দেয়া হয়নি। সুন্দরভাবে হতদরিদ্রদের মাঝে ত্রাণ দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।