Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মাগুরায় যুবদল স্বেচ্ছাসেবক দলের ত্রান বিতরণ

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ৭:২৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে মাগুরা পৌরসভার ৪ নং ওয়ার্ড এবং চাউলিয়া ইউনিয়নে দূস্থমানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকালে ১৩০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি, ওয়াশিকুর রহমান কল্লোল, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক, আবু তাহের সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, তুহিন বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সদর থানা যুবদলের অন্যতম নেতা, সাকিব মাহমুদ মানিক, সহ যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রতিজনকে চাল, ডাল, মরিচ, তেল সহ ৭ কেজির প্যাকেট দেওয়া হয় । সেখানে অসহায় দরিদ্রদের মাঝে এই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের সময় ওয়াশিকুর রহমান কল্লোল বিএনপিবিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মত আওয়ামী লীগসহ সকল দলের নেতাকর্মীদের প্রতি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সেই সাথে আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের প্রতীক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে সাধারণ মানুষের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। তাকে মাগুরা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, এবং ছাত্রদলের পক্ষ থেকে আবারো ধন্যবাদ জানান।

সাইদুর রহমান,মাগুরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রান বিতরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ