Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

নেছারাবাদে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীর পক্ষে ত্রানসামগ্রী বিতরণ

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ২:১১ পিএম
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের পক্ষে  শনিবার পিরোজপুরের স্বরূপকাঠিতে ১১০০ পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে।
 স্বরূপকাঠি পৌরসভাসহ উপজেলার দশ ইউনিয়নের বিভিন্ন স্পটে জনপ্রতিনিধি ও ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীর পক্ষে এ ত্রান তৎপরতা চালান।
করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে কর্মহীন ও শ্রমজীবি এসব পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম,ইউএনও সরকার আবদুল্লাহ আল মামুন বাবু,ওসি মো. কামরুজ্জামান তালুকদার,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হামিদ,যুগ্ম সম্পাদক,সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ও ইউপি চেয়ারম্যান মো. আল আমিন পারভেজ প্রমুখ।
এ সময় প্রতি পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিটার তেল,১টি সাবান ও মাস্ক বিতরণ করা হয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রানসামগ্রী বিতরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ