বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মৎস্য চাষিদের ক্ষতি লাঘবে অনলাইনে মাছ বাজারজাতকরণ এবং ত্রাণসামগ্রীর সঙ্গে মাছ বিতরণে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে মৎস্য অধিদফতর। গতকাল রোববার ঢাকা বিভাগের উপ-পরিচারক সৈয়দ মো, আলমগীর এ নির্দেশনা পেয়েছে বলে ইনকিলাববে জানিয়েছেন। তিনি বলেন, দরিদ্র ও অসহায় মানুষের আমিষ ও পুষ্টির অভাব দূর করতে নতুন উদ্যোগ তা সকলের জন্য ভাল।
মৎস্য অধিদফতরের উপপরিচালক সিরাজুর রহমান স্বাক্ষরিত চিঠি গত ২ মে রংপুর, রাজশাহী,ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ,বরিশাল এবং চট্টগ্রামের মৎস্য অধিদফতরের উপ-পরিচালদের এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে।
নির্দেশনা বলা হয়, করোনাভাইরাস সংক্রমণজনিত বিশেষ পরিস্থিতিতে নিয়মিত বাজার ব্যবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধপূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে মৎস্যচাষি, ক্রেতা-বিক্রেতা প্রত্যেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। ক্রেতারা করোনা সংক্রমণের ভয়ে জনাকীর্ণ বাজারের যেতে চাচ্ছে না বিধায় মৎস্যচাষিরা উৎপাদিত মাছ বিক্রয়ের অভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।এই অবস্থায় কিছু উদ্যোক্তাকে মোটিভেশনের মাধ্যমে অনলাইনে মাছ ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করতে পারলে মৎস্যচাষি, ক্রেতা-বিক্রেতা এবং সর্বোপরি সাধারণ মানুষ লাভবান হবেন। উদাহরণস্বরূপ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে অনলাইন ‘কালিগঞ্জ ফ্রেশ অ্যান্ড ফিস মার্কেট’ ব্যবস্থার মাধ্যমে মাছ বাজারজাতকরণ করা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ ভাবে দেশের প্রত্যেক জেলা-উপজেলায়সহ বিভিন্ন এলাকায় কিছু বিত্তশালী মানুষ এ বিশেষ পরিস্থিতিতে মানবিক দৃষ্টিতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন। ত্রাণ বিতরণ উপকরণের সঙ্গে কার্প জাতীয় মাছ বিতরণের ব্যবস্থা করতে পারলে দরিদ্র ও অসহায় মানুষের আমিষ ও পুষ্টির অভাব দূর করাসহ মৎস্যচাষিদের মাছ বিক্রয়ের সুব্যবস্থা করা যায়।
উদাহরণ হিসেবে নির্দেশনায় বলা হয়, কুমিল্লা জেলার হোমনা উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এলাকার ত্রাণসামগ্রীর সঙ্গে মাছ বিতরণের পন্থা অবলম্বন করা হয়েছে। উপ-পরিচালকদের উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অধীনস্থ জেলার উপজেলাগুলোতে অনলাইন মাছ বাজারজাতকরণ এবং ত্রাণসামগ্রীর সঙ্গে মাছ বিতরণে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।