মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা সংক্রমণ বিস্তার রোধে দেশজুড়ে ডাকা লকডাউন সীমিতভাবে তুলে নিচ্ছে আর্মেনিয়া।কাল সোমবার থেকেই খুলে দেয়া হচ্ছে দোকানপাট, রেঁস্তোরা ও মদের দোকানসহ ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান। রোববার এ সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ত্রিগান অভিনাইয়্যান। রয়টার্স
এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের। শুরুতে প্রতিদিন গড়ে ৫০ জনেরও বেশি সংক্রমিত হওয়ার খবর থাকলেও এপ্রিলের মাঝামাঝির কয়েকদিনে শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। তবে আশঙ্কাজনকভাবে সংক্রমণ বাড়লেও এরইমধ্যে বেশকিছু প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
তিনি বলেন, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান, সেলুনসহ বেশ কিছু জরুরি সেবামূলক প্রতিষ্ঠান সোমবার থেকেই খুলে দেয়া হচ্ছে। নির্মাণশিল্প প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম আগের মতই অব্যাহত থাকবে। তবে বড় বড় শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগের মতই স্থগিত থাকবে গণপরিবহন।
তিন কোটি জনসংখ্যার এ দেশটিতে চলতি বছরে অর্থনীতি ২ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।