প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
লকডাউনের মধ্যেই সঙ্গীতশিল্পীরা তাদের গানের কাজ চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ এই অবসরের সময়টাতে নিজের মতো করে তৈরি করছেন নতুন গান। সংগীতশিল্পী পড়শী এই লকডাউনের মধ্যেই তার নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন। শেষ করেছেন চারটি গানের কাজ। আরও তিনটি গানের কাজ করবেন। পড়শী জানান, ‘এটাকে বলা যায়, লকডাউনে আমার ব্যক্তিগত অ্যালবাম। লেখালেখি করছি। নিজের মতো কাজ করছি। ইতোমধ্যে বেশ কিছু গান তৈরি করেছি। জানি না, এই অচল অবস্থা কবে শেষ হবে? এভাবে আরও কিছুদিন চললে হয়তো আরও অনেক গানই তৈরি হয়ে যাবে। তবে এগুলো অ্যালবাম হিসেবে নয়, সিঙ্গেল আকারে একটি একটি করে মুক্তি দেব। পড়শী জানান, কোনও গানের নামই চূড়ান্ত করেননি। এদিকে, গানচিলের ব্যানারে দুটি গান পড়শির তৈরি হয়ে আছে। এর সঙ্গে নিজের কথা ও সুরে তৈরি করেছেন আরও একটি। যার ভিডিও করা বাকি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে গানগুলো প্রকাশ করার ইচ্ছা আছে তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।