Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসহায় উশুকাদের পাশে ফেডারেশন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ৫:৫৮ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্কে এখন পুরো বিশ্বই স্থবির। সবাই ঘরবন্দী থাকায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের সাধারণ মানুষরা। করোনা দুর্যোগে দেশের ক্রীড়াঙ্গনের স্বল্প আয়ের অসহায় খেলোয়াড়দের পাশে ইতোমধ্যে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুধু ক্রীড়াবিদই নয়, দেশের দিনমজুর খেটে খাওয়া মানুষদেরও নিয়মিত সহযোগিতা করছে বিসিবি, বাফুফে। দেশের শীর্ষ দুই ফেডারেশনের পাশাপাশি অনেক ছোট ফেডারেশনও করোনাকালে অসহায় খেলোয়াড় ও মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ অ্যাথলেটিক্স ও বাংলাদেশ দাবা ফেডারেশন তাদের অসচ্ছ্বল খেলোয়াড়দের সহায়তার জন্য তহবিল গঠন করেছে। এবার সেই পথে হাঁটলো বাংলাদেশ উশু ফেডারেশন। তারাও অসহায় উশুকা ও দিনমজুর খেটে খাওয়া মানুষদের পাশে এসে দাঁড়ালো।

উশু ফেডারেশনের পক্ষ থেকে ২ মে শনিবার রাজধানীর বাইরের ১০০ উশুকা অর্থ এবং ঢাকায় বসবাসরত আরো ১০০ উশু খেলোয়াড়কে খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন জানান, তাদের ফেডারেশনের সভাপতি ড, আবদুস সোবহান গোলাপ এমপির নির্দেশনায় এ সহায়তা দেয়া হচ্ছে।

আগামীতে আরো খেলোয়াড়কে একইভাবে সহায়তা করার ইচ্ছে আছে বলেও জানিয়েছেন দুলালা। তিনি বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো অসহায় উশু খেলোয়াড়দের সহায়তা করার চেষ্টা করবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ