মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস সংক্রমণে ভারতের দুর্নীতিবিরোধী লোকপাল কমিটির সদস্য সাবেক বিচারপতি একে ত্রিপাঠি মৃত্যুবরণ করেছেন। শনিবার ৬২ বছর বয়সে দিল্লির অল ইন্ডিয়া ইনিস্টিটিউ অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) মারা যান তিনি।
এনডিটিভি জানিয়েছে, ছত্তিশগড় রাজ্যের সাবেক প্রধান বিচারপতি ত্রিপাঠিকে এআইআইএমএসের ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
কিন্তু শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
বিচারপতি ত্রিপাঠির কন্যা ও বাবুর্চিও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তারা সেরে উঠেছেন। তিনি ভারতের দুর্নীতিবিরোধী লোকপালের চার জুডিসিয়াল সদস্যের একজন ছিলেন।
শনিবার ভারতে দুই হাজার ৪১১ জন নতুন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে, যা একদিনে নতুন আক্রান্তের নতুন রেকর্ড। এদের নিয়ে ভারতে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াচ্ছে ৩৭ হাজার ৭৭৬ জনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।