Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় ফ্রন্টলাইনযোদ্ধা বাংলাদেশী-আমেরিকান দুই বোন

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ৯:২০ এএম

বিশ্বব্যাপী কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আমেরিকার নিউইয়র্কে সবচেয়ে বেশী। প্রতিদিন হাজারো রুগীর করোনা পজিটিভ হওয়ায় স্থানীয় ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব অনেক বেড়ে যায়। তারা ফ্রন্টলাইনে থেকে নাওয়া-খাওয়া ছেড়ে পরিবার-পরিজন রেখে রুগীদের সেবায় আত্মনিয়োগ করেন। এমনি দুজন বাংলাদেশী-আমেরিকান বোনদের অসামান্য অবদানের কারণে মূলধারার মানুষের কাছে বাংলাদেশী আমেরিকান কমিউনিটির মুখ উজ্জ্বল হয়েছে।

জেবিন আক্তার চোধুরী ও রেবিন আক্তার চৌধুরী। আপন দুই বোন। একজন কর্মরত আছেন নিউইয়র্কের ব্রন্কস মন্টিফিয়োর হসপিটালে সিনিয়র ল্যাব টেকনোলজিষ্ট হিসেবে। আরেকজন কাজ করেন পেসেন্ট কেয়ার এসোসিয়েট হিসেবে। তাদের জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার কলেজ রোড এলাকায়। তাদের পিতা জোবায়ের আহমদ চৌধুরী। জেবিন আক্তার চৌধুরী পারিবারিক জীবনে তিন সন্তানের একজন সফল জননী। তার বড় ছেলে ডাক্তার। মেঝো ছেলে নার্সিংয়ে ডিপ্লোমাধারী ও একমাত্র কন্যা ফিন্যান্সে গ্রাজুয়েট। রেবিন চৌধুরীর একমাত্র ছেলে বর্তমানে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত।

করোনা মহামারীর সময় তারা নিজেদেরকে মানবতার জন্য বিলিয়ে দেন। রাত-দিন অসুস্থ রুগীদের সেবায় নিজেদেরকে বিলিয়ে দিচ্ছেন।

তাদের সম্পর্কে জানতে এ প্রতিবেদক কথা বলেন তাদের ভাই রেদওয়ান আহমদ চৌধুরীর সাথে। তিনি বলেন- আমাদের পরিবার ও আত্মীয়-স্বজন আমাদের বোনদের কারণে গর্বিত। তারা তাদের সেবার মাধ্যমে সবার মন জয় করে নিয়েছেন। আমরা তাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। সবার কাছে দোয়া চাই, তারা যেন সুস্থ থাকেন।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

Show all comments
  • ABDUR RAHMAN KHAN ৫ মে, ২০২০, ৮:০৬ এএম says : 0
    আল্লাহ উনাদের নেক হায়াত দান করুন এবং বিপদ আপদ থেকে হেফাজতে রাখুন!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ