Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের সংক্রমণের জন্য প্রস্তুত থাকা চাই

লকডাউন শিথিল ধীরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১২:০৩ এএম

ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন- ডব্লিউএইচও শুক্রবার বলেছে, দেশগুলিকে অবশ্যই কোভিড-১৯ মহামারীকে নজরদারিতে রেখেই দেশগুলোকে অত্যাবশ্যক ধীর গতিতে লকডাউন শিথিল করতে হবে

এবং আবারো করোনাভাইরাসের আক্রমণ ঘটলে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার প্রস্তুতি রাখতে হবে।
ডব্লিউএইচও’র জরুরি স্বাস্থ্য প্রকল্পের নির্বাহী পরিচালক ড. মাইক রায়ান বলেছেন, অসহায় এবং বয়স্ক লোকদের দীর্ঘমেয়াদী যত্মের জন্য পরিচালিত প্রতিষ্ঠানগুলিসহ কারাগার এবং অভিবাসী ডরমেটরিগুলোকে অবশ্যই রক্ষা করতে হবে।

তিনি বলেন, এমনকি ভাইরাস নিয়ন্ত্রণে আসতে থাকলেও এলাকাগুলোতে অবশ্যই শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করতে হবে এবং সংক্রমণ সন্দেহে পরীক্ষা অবশ্যই চালিয়ে যেতে হবে।

রায়ান জানান, ইউরোপ এবং উত্তর আমেরিকার প্রবীণদের মধ্যে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। অন্যদিকে সিঙ্গাপুরে এটি অভিবাসী কর্মীনিবাসে সংক্রমিত হয়েছে। তিনি আরো বলেছেন, ‘কারণ এরকম পরিস্থিতিতে একটি ফুলকিও খুব দ্রুত আগুনে পরিণত হয়।’

রায়ান বলেন, মহামারী চলাকালীন সামাজিক, মানসিক এবং অর্থনৈতিক কারণে দেশগুলির লকডাউন বলবৎ রাখার অসুবিধাগুলি স্বীকার করে ডব্লিউএইচও।

তিনি বলেন, ‘তবে আমরা একই সাথে এমন পরিস্থিতি এড়াতে চাই যেখানে আমরা খুব সহজেই নিষেধাজ্ঞা তুলে নিতে পারি এবং তারপর আমরা আবারো তীব্র সংক্রমণে শিকার হই এবং আবার প্রথম থেকে সবকিছু শুরু করতে হয় আমাদের।’
যদিও কিছু পশ্চিমা দেশ লকডাউন শিথিল করতে শুরু করেছে, এমনকি হাইতি থেকে সোমালিয়া এবং ইয়েমেন পর্যন্ত বিভিন্ন দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ার উদ্বেগজনক প্রবণতা রয়েছে বলে জানিয়েছেন রায়ান।

তিনি সুদান, দক্ষিণ সুদান, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান, সিয়েরে লিওন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং উত্তর নাইজেরিয়ার কানোতে একটি মারাত্মকভাবে সংক্রমণ বিস্তারের কথা উল্লেখ করেছেন। সূত্র : রয়টার্স

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ