পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনাভাইরাসের কারণে মানুষের এই বিপর্যয়ের সময়েও আওয়ামী লীগের লোকজন শুধু লুটেপুটে-চেটেপুটে খেতে ব্যস্ত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইটা লাঠির উপর দিয়ে হাটছেন। একটা নিজের দল আওয়ামী লীগ আর একটা আমলাতন্ত্র। নিজের দল শুধু লুটেপুটে খাও, চেটেপুটে খাও। আর আমলাতন্ত্র হচ্ছে সরকারের অদক্ষতা ও দুর্নীতিতে সম্পৃক্ত করা। গতকাল শনিবার ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে উত্তরখানে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ নেতার ঘরে, খরের পালার মধ্যে চাল, খাটের নিচে তেল পাওয়া যাচ্ছে। জনগণের টাকায় কেনা ত্রাণ ক্ষমতাসীন দলের চেয়ারম্যান, মেম্বার এবং আওয়ামী লীগের নেতারা আত্মসাৎ করছে। প্রতিদিন সারাদেশে ত্রাণের চাল, ডাল, তেল ধরা পড়ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে।
সরকারের ত্রাণ বিএনপির নেতাকর্মীরা না পেয়েও নিজেদের সামর্থ্য অনুযায়ী পকেটের টাকায় অসহায়, গরীব, দিন আনে দিন খায় এমন মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা প্রতিরোধে সরকারের যে প্রস্তুতি নেয়া দরকার ছিল তা সরকার গ্রহণ করেনি। তারা নিজেদের অন্য কাজে ব্যস্ত ছিল।
তিনি আরো বলেন, বলা হচ্ছে মাস্ক বিদেশ থেকে আনা হচ্ছে চায়না থেকে আনা হচ্ছে। কিন্তু শোনা যাচ্ছে এটি কেরানীগঞ্জে তৈরি করে চায়নার নাম দেয়া হচ্ছে। এসবের সাথে সরকারের মন্ত্রীদের ছেলেরা, আত্মীয়স্বজনেরা জড়িত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।