Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ানডেতে বাংলাদেশের প্রাপ্তি ১, টেস্টে হারাল ৫

ভারত-পাকিস্তানকে টপকে শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১২:০৪ এএম

করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ হয়ে আছে মাঠের ক্রিকেট। কিন্তু র‌্যাঙ্কিংয়ের খেলা তো আর থেমে নেই। ক্রিকেটহীন এই সময়েই যেমন বড় একটা রদবদল হয়ে গেল র‌্যাঙ্কিংয়ে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে এমনিতেই তলানির দিকে বাংলাদেশ। হালনাগাদে অবস্থান নড়বড়ে হলো আরও। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৫ রেটিং পয়েন্ট হারিয়েছে দলটি। সীমিত ওভারের ক্রিকেটে অবশ্য সামান্য স্বস্তির খবর আছে। ওয়ানডেতে রেটিং পয়েন্ট বেড়েছে ১, টি-টোয়েন্টিতে ২। হালনাগাদের পরও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে বাংলাদেশ। দুই দলেরই রেটিং পয়েন্ট ২২৯, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ আছে আটে।

আইসিসির বার্ষিক হালনাগাদ হয়েছে গতপরশু। এই হালনাগাদে ২০১৯ সালের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্সের শতভাগ ও আগের দুই বছরের পারফরম্যান্সের শতকরা ৫০ ভাগ বিবেচনায় আনা হয়েছে। বাদ দেওয়া হয়েছে ২০১৬-১৭ মৌসুমের ফলগুলো। টেস্টে ৫ পয়েন্ট হারিয়ে নয় নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৫৫। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজও হারিয়েছে পয়েন্ট। তবে ২ পয়েন্ট হারিয়েও ক্যারিবিয়ানরা বাংলাদেশ থেকে বেশ এগিয়ে, তাদের পয়েন্ট ৭৯। ২০১৬-১৭ মৌসুমে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জিতেছিল বাংলাদেশ। ওই মৌসুমের হিসাব এবার বিবেচনার বাইরে চলে গেছে বলেই হারাতে হয়েছে পয়েন্ট।

৩ টেস্ট খেলেই বাংলাদেশের চেয়ে বেশি রেটিং পয়েন্ট হয়ে গেছে আফগানিস্তানের (৫৭)। তবে র‌্যাঙ্কিংয়ে বিবেচিত হওয়ার মতো যথেষ্ট টেস্ট এখনও খেলেনি আফগানিস্তান ও আয়ারল্যান্ড। বাংলাদেশের পরে দশে নম্বরে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট ১৮। টেস্টের হালনাগাদে অবশ্য বাংলাদেশের চেয়ে বেশি পয়েন্ট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৮ পয়েন্ট হারিয়ে তারা নেমে গেছে ছয়ে। ৮ পয়েন্ট যোগ হওয়ায় অস্ট্রেলিয়া উঠে গেছে এক নম্বরে। এতে ২০১৬ সালের অক্টোবরের পর টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়ে ভারত নেমে গেছে তিনে।

হালনাগাদের পর ওয়ানডের শীর্ষে কোনো বদল আসেনি। এক নম্বরে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, দুইয়ে ভারত। ১ পয়েন্ট যোগ হওয়ার পর বাংলাদেশ সাতে আছে ৮৮ পয়েন্ট নিয়ে। ছয়ে থাকা পাকিস্তানের পয়েন্ট ১০২। বাংলাদেশের পেছনে শ্রীলঙ্কা, ৮৫ পয়েন্ট নিয়ে। ৭৬ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ।
তবে বার্ষিক হালনাগাদের পর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও এসেছে বড়সড় পরিবর্তন। শীর্ষস্থানে থাকা এশিয়ার আরেক দল পাকিস্তানকে হঠিয়ে এক নম্বরে উঠে গেছে অস্ট্রেলিয়া। ২৭ মাস পর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর অবস্থান খুইয়ে চারে নেমে গেছে পাকিস্তান। হালনাগাদে অজিদের রেটিং পয়েন্ট বেড়েছে ৯। ২৭৮ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়ার চেয়ে ১০ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে আটে থাকা বাংলাদেশ কেবল ১ পয়েন্ট পিছিয়ে আছে সাতে থাকা শ্রীলঙ্কার চেয়ে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১ পয়েন্ট পেছনে থেকে দশে আফগানিস্তান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ