মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস ঠেকাতে লকডাউনের কড়াকড়ি মধ্যেও বিশ্বব্যাপী মে দিবসে শ্রমিকরা তাদের অধিকার আদায়ে সোচ্চার হয়েছে। তবে এবারের চিত্র একেবারেই অন্য রকম। কোনো জমজমাট মিছিল বা জমায়েত নয় বরং সীমিত আকারে সামাজিক দ‚রত্ব বিধি মেনেই দিবসটি পালিত হয়েছে। করোনাভাইরাসে লকডাউনের কারণে থমকে গেছে খেটে খাওয়া মানুষদের জীবন। গোটা বিশ্বেই কাজ হারিয়েছে বহু মানুষ। অনেকেরই চাকরি নেই, পর্যাপ্ত সুরক্ষা উপকরণ নেই। এশিয়ার ক্ষতিগ্রস্তদের মধ্যে একটা বড় অংশ পোশাক শিল্পের কর্মী। কর্মপরিবেশ, বেতন, ভাতার দাবিতে তারা এ সময় বড় কোনো প্রতিবাদ-সমাবেশও করতে পারছে না। তাই এবারের মে দিবস শ্রমিকদের জন্য অনেকটাই ভিন্ন। তারপরও করোনাভাইরাস সঙ্কটের এই সময়ে এ দিবসটিতে একজোট হয়ে সংহতি প্রকাশ করাটা অনেকেই অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসাবেই দেখছেন। গ্রিসের রাজধানী এথেন্সে শুক্রবার মাস্ক, গ্লাভস পরে শত শত শ্রমিক পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে ছয় ফুট দূরত্ব বজায় রেখে বিক্ষোভ করেছে। ড্রোন থেকে তোলা ছবিতে দেখা গেছে, প্রত্যেকেই দাগ কাটা ঘরে দাঁড়িয়ে সঠিকভাবে দূরত্ব রক্ষা করেছে। তাদের হাতে ছিল লেবার ইউনিয়নের লাল, সাদা, নীল পতাকা। রয়টার্স, বিবিসি, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।