Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০২০, ৪:৩৬ পিএম

পঞ্চগড়ে বজ্রপাতে মুক্তা আক্তার (২৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় দিকে পঞ্চগড় পৌর এলাকায় পূর্ব জালাসী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার ওই এলাকার লাল মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন বলে জানা গেছে।
নিহতের পরিবার ও ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান জানান, শনিবার সকালে সন্তানদের জন্য খাবার তৈরি করতে রান্না ঘরে যান মুক্তা আক্তার। এ সময় বৃষ্টির সঙ্গে আকাশ চমকানো শুরু হলে তিনি রান্নাঘরের দরজার কাছে দাঁড়ান। এ সময় আকশ্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমদ বজ্রপাতে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বজ্রপাত

১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ