Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকনকে সকল কাউন্সিলরদের অনাস্থা

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ৪:৫২ পিএম

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকনকে অনাস্থা দিয়েছেন কাউন্সিলররা। শুক্রবার দুপুরে সরিষাবাড়ী স্পোর্টস এসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এতে পৌরসভার ১২ জন কাউন্সিলর একযোগে উপস্থিত ছিলেন। এদিকে সাংবাদিক সম্মেলনের আসার পথে ২নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানাকে মেয়রের ক্যাডার বাহিনী মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে মেয়রের বিরুদ্ধে ত্রাণ, এডিপি, বাস টার্মিনাল বরাদ্দের টাকা আত্মসাৎ, নারী কেলেঙ্কারী, কোটি টাকার নিয়োগ বানিজ্য, টেÐারবাজি, অস্ত্রের মহড়া, কাউন্সিলর ও স্টাফদের মাসিক বেতন-ভাতা না দেয়া, কাউন্সিলর ও সাধারণ নাগরিকদের হয়রানীসহ ক্ষমতার অপব্যবহারের বিভিন্ন অভিযোগ করা হয়।
এসময় ৪নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী কালা চাঁন পাল মেয়রের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর লিখিত অনাস্থা প্রস্তাবটি পাঠ করেন। এছাড়া আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ মোহাম্মদ আলী, প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর চায়না বেগম প্রমুখ।
মেয়র রুকুনুজ্জামানের কর্মকাÐে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ ও সাধারণ নাগরিকরা কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হওয়ায় তারা দ্রæত মেয়রের অপসারণ দাবি করেন।
অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়, সরিষাবাড়ী পৌরসভার মেয়র, নারী লিপ্সু ও মদ্যপায়ী রুকুনুজ্জামান রোকন ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করে আসছেন। চলমান করোনাভাইরাসের ত্রাণ বরাদ্দ নিজের খেয়াল-খুশিমতো নামে মাত্র বিতরণ দেখিয়ে অধিকাংশ অর্থ আত্মসাৎ করছেন। ডেঙ্গু নিধন বরাদ্দের আট লাখ টাকা ও পৌর কবরস্থান উন্নয়নের সাড়ে চার লাখ টাকা পুরোটা হাতিয়ে নেন। ২০১৭-১৮ ও ১৯-২০ অর্থবছরের রাজস্ব খাতে অর্জিত টাকা নামে-বেনামে খরচ করেন। উন্নয়ন ও পরিচ্ছন্নতার চেয়ে সৌন্দর্যবর্ধনের নামে বিভিন্নস্থানে অনুমোদনহীন পার্ক নির্মাণ দেখিয়ে কয়েক কোটি টাকা মেয়র নষ্ট করেন। বাস টার্মিনাল নির্মাণের জন্য সরকারি বরাদ্দ ৫০ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে মেয়র নিজের ইচ্ছায় খরচ করেছেন। উন্নয়ন কর্মকাÐ অধিকাংশ দরপত্র ছাড়াই কোটেশনের মাধ্যমে এবং নামেমাত্র ঠিকাদারী প্রতিষ্ঠান দেখিয়ে নিজেই বাস্তবায়ন করেন।

আরো অভিযোগ করা হয়, মেয়র নিজের মাসিক সম্মানী নিয়মিত ভোগ করলেও পৌরসভার স্টাফ ও সকল কাউন্সিলদের বেতন-ভাতা ১৩-১৬ মাস ধরে বকেয়া রেখেছেন। মন্ত্রণালয়ে তথ্য গোপন করে নিজের ভাবিসহ বিএনপি-জামাতপন্থী লোকদের নিয়োগ দিয়ে প্রত্যেকের কাছ থেকে ১৫-২০ লাখ টাকা করে উৎকোচ নিয়েছেন। ৮-১০ নেশাখোর যুবককে মাস্টাররোলে নিয়োগ দেখিয়ে মেয়রের ব্যক্তিগত ক্যাডার হিসেবে ব্যবহার করছেন।
কাউন্সিলর শ্রী কালা চাঁন পাল জানান, পৌরসভার কোনোকাজেই কাউন্সিলরদের মতামত নেয়া হয় না। মেয়র কার্যবিবরণী খাতায় কাউন্সিলরদের ভয়ভীতি দেখিতে অগ্রিম স্বাক্ষর আদায় করে পরবর্তীতে নিজের ইচ্ছামতো রেজুলেশন লেখেন। নিজের ইচ্ছামাফিক পৌর কর ৪-৫ গুন বৃদ্ধি করায় নাগরিকদের নাজেহাল করা হলেও কাক্সিক্ষত সেবা মিলছে না।
কাউন্সিলর সোহেল রানা অভিযোগ করেন, অন্যায় কাজের প্রতিবাদ করায় ইতিপূর্বে তাকে পিস্তল উঁচিয়ে মেয়র হত্যার হুমকি দিয়েছিলেন। প্রতিবেশিকে লেলিয়ে দিয়ে পারিবারিকভাবে তাকে লাঞ্ছিত করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে আসার পথে মেয়রের পালিত ক্যাডাররা তার উপর হামলা চালিয়ে মারধরে করে। হাসপাতালে গিয়ে মাথায় ব্যাÐেজ করে তিনি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন বলে জানান।
প্যানেল মেয়র মোহাম্মদ আলী বলেন, মেয়রের লাইসেন্সকৃত পিস্তল বারবার অবৈধ ব্যবহার করে আসছেন। তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে কাউন্সিলর, সাংবাদিক ও সাধারণ নাগরিকদের থানায় ডজনখানেক জিডি রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়, দুদক, স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনার পরক্ষনেই মেয়র রুকুনুজ্জমান রোকন তার বাড়ীতে এক সংবাদ সম্মেরনে জানান, আমার বিরোদ্ধে আনিত অভিযোগ গুলো মিথ্যে বানোয়াট। তবে আমি আমার কিছু কিছু ভুল নিজেই স্বীকার করে বলছি যে,আমি বুঝে উঠতে পারি নাই আমার পরিনতি এমন হবে। আমি পৌরবাসরি কাছে ক্ষমাপ্রার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ