Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসির বিরুদ্ধে গণঅনাস্থা তৈরি হচ্ছে-বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনকে অকার্যকর হিসেবে অবিহিত করে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে তামাশা হিসেবে অবিহিত করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল দলের কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার প্রথম অধিবেশনে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, নির্বাচন কমিশনের অকার্যকারিতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনও তামাশায় পরিণত হতে যাচ্ছে। সরকারি দল ও তাদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘নির্বাচিত’ ঘোষণার হিড়িক শুরু হয়েছে। দেশের অসংখ্য ইউনিয়ন পরিষদে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে দেয়া হয়নি। যারা জমা দিয়েছেন এখন তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দেয়া হচ্ছে। হয়রানিমূলক মামলা ও গ্রেফতার-আতঙ্ক তৈরি করে প্রার্থীদের এলাকা ছাড়া করা হচ্ছে। সরকারি দল ও তাদের নেতাকর্মীদের চাপ-হুমকি ও সন্ত্রাসী তৎপরতার সম্পর্কে সংশ্লিষ্ট নির্বাচনী অফিসে অভিযোগ করা হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়া হচ্ছে না। এই অবস্থায় ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনের মতোই ইউনিয়ন পরিষদ নির্বাচনও অর্থহীন হয়ে পড়ছে। সরকার, সরকারি দল, প্রশাসন ও নির্বাচন কমিশনের অশুভ আঁতাতের কারণে গোটা নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থার প্রতি গণঅনাস্থা ও গণহতাশা তৈরি হচ্ছে।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা আকবর খান, মুকলেছুর রহমান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মোজাম্মেল হোসেন, রাশিদা বেগম, শাহাদাৎ হোসেন, হালিমা খাতুন, মোজাম্মেল হক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসির বিরুদ্ধে গণঅনাস্থা তৈরি হচ্ছে-বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ