বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন ফোরলেন উইথ সার্ভিস লেন সড়কের পাইলিংয়ের কাজ করতে গিয়ে অসাবধানবশত মাথায় লোহার লুভারের আঘাত লেগে মো. মানিক (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন ফোরলেন উইথ সার্ভিস লেনসড়কের টিয়াখালীর শরীফবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মোস্তাফিজুর রহমান ও প্রত্যক্ষদর্শী শ্রমিক নজরুল ইসলাম জানান, মানিকসহ অপর শ্রমিকরা পাইলিংয়ের কাজ করছিলেন। এ সময় পাইলিংয়ের লুভার অসাবধানবশত ছিটকে মানিকের মাথায় আঘাত লাগে। এতে তার মাথায় রক্তক্ষরণ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। অপর শ্রমিকরা উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক মানিক ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের শ্রমিক। সে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রাজতারিকা গ্রামের তারা মিয়ার ছেলে।
এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মৃতদেহ পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।