বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের পটিয়ায় অন্তঃসত্ত্বা নারী মুর্শিদা বেগমকে হত্যার পর জিনের দোষ দেয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে পটিয়ার দক্ষিণ আশিয়ায় কমলা পাড়া থেকে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে রাতে গ্রেফতার দেখানো হয়েছে।
তিনজন হলেন- স্বামী রফিক, মফজ্জল হোসেন ও রাহেনা বেগম।
মুর্শিদা বেগমকে গত ২৫ এপ্রিল জিনে মেরে ফেলেছে বলে দাবি করে স্বামী রফিক। পরের দিন সকালে তড়িঘড়ি করে দাফনও করে ফেলে। ঘটনার ৫দিন পর জানাজানি হয় স্বামী মো. রফিকসহ তিনজন মুর্শিদাকে গলাটিপে হত্যা করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, মুর্শিদার স্বামী হত্যার বিষয় স্বীকার করেনি। বাকি দুজনের মধ্যে একজন হত্যা করেছে বলে স্বীকার করেছে। বিষয়টি আমরা তদন্ত করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।