Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হ্যান্ড অব গড’র আশায় ম্যারাডোনা

করোনা নির্মূলে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ১২:০৭ এএম

করোনাভাইরাস পরিস্থিতির জন্য অবনমন ঠেকানোর লড়াইয়ে নামতে হচ্ছে না দিয়েগো ম্যারাডোনার ক্লাব হিমনাসিয়াকে। এই কিংবদন্তির আক্ষেপ, এর বদলে যদি করোনাভাইরাস নির্ম‚ল করে দিতেন ‘হ্যান্ড অব গড।’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মঙ্গলবার আগামী দুই মৌসুমের জন্য ঘরোয়া লিগে অবনমন তুলে দেওয়ার কথা জানায়। অবনমন অঞ্চলের একটু ওপরে থাকা হিমনাসিয়ার জন্য স্বস্তি হয়ে এসেছে এই খবর। গত সেপ্টেম্বর থেকে ক্লাবটির কোচ হিসেবে কাজ করছেন ম্যারাডোনা।
অনেকেই ব্যঙ্গ করে বলছেন, ম্যারাডোনার ক্লাবের বেঁচে যাওয়াটা ‘হ্যান্ড অব গড’ এর মতই। ম্যারাডোনা মনে করেন, কোভিড-১৯ রোধে এখন প্রয়োজন তেমন কিছুই, ‘আমাদের সঙ্গে যা ঘটেছে, তাতে একে নতুন ‘হ্যান্ড অব গড’ বলছে লোকজন। তবে আমি করোনাভাইরাস মহামারী নির্ম‚লে ঈশ্বরের ওই হাত দেখতে চাই। যেন লোকজন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারে, সুখে-শান্তিতে ও সুস্থভাবে বাঁচতে পারে।’
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনকে লাফিয়ে হাতের ফ্লিকে পরাস্ত করেছিলেন ম্যারাডোনা। সেই গোল ‘হ্যান্ড অব গড’ নামে খ্যাত। পরে অবশ্য পায়ের জাদুতে করেছিলেন বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা গোল। ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। ওই আসরেই পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় শিরোপার স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ