Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় আ’লীগের উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ৮:০১ পিএম

করোনাভাইরাসের প্রদূর্ভাবে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কর্মহীন মানুষের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাল, ডাল, আটা, আলু, তেল, পেঁয়াজ, মুড়ি, খেজুর, ছোলা ও বাচ্চাদের দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।

সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যলয় থেকে দলটির ত্রাণ উপ কমিটির উদ্যোগে প্রতিনিধিদের মাধ্যমে ২০০ পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

পুরান ঢাকার বিভিন্ন পেশাজীবিদের উপহার সামগ্রী হিসাবে বিভিন্ন খাদ্য সমাগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি। তিনি জানান, পুরাণ ঢাকার বিভিন্ন মসজিদের ঈমাম, মুয়াজ্জিন, খতিব ও শিক্ষকদের বাসায় বাসায় রমজানের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লালবাগ এলাকার ৮০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। লকডাউনের পর প্রায় প্রতিদিনই তিনি অসহায়, গরীব, কর্মহীন ও নিম্নবিত্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন।
হুমায়ুন কবির বলেন, অসহায়, গরীব ও কর্মহীন মানুষদের খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে। মধ্যবিত্ত পরিবারের মাঝেও গোপনে প্রধানমন্ত্রীর সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।

ওয়াজেহাট, কদমতলী ও গেণ্ডারিয়ার বিভিন্ন এলাকার কর্মহীন মানুষের মঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন।

কর্মহীন অসহায় শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করীম রেজা। বৃহস্পতিবার টিকাটুলি উইমেন্স কলেজ সংলগ্ম নিজ কার্যালয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রায় ৫ শতাধিক অস্বচ্ছল দিনমজুর-কর্মহীণ শ্রমজীবী মানুষের মাঝে ৬ কেজি চাল-১ কেজি ডাল, ১ কেজি খেজুর, ১ কেজি
পিয়াজ, ১ কেজি তৈল,২ কেজি আলুসহ নিত্যপণ্য ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাবেক সদস্য ফরিদ উদ্দিন আহম্মেদ রতন। তিনি জানান এলাকার ৪ হাজার ২০০ মানুষকে এরইমধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন। নিজ এলাকার বাসিন্দা ছাড়াও হাইকোর্ট, প্রেসক্লাব, পল্টন ও গুলিস্তানসহ ভাসমান মানুষের কাছে খাদ্য পৌঁছেন।বিশেষ
করে যেসব অসহায় মানুষের সঙ্গে ছোট বাচ্চা রয়েছে তাদের প্রত্যেকে অন্যান্য খাবারের সঙ্গে ১ কেজি করে গুড়া দুধের প্যাকেটও দেন তিনি।

কুতুবখালি ও দনিয়াসহ ৬২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলকার আসহায় মানুষের মাঝে চাল আলু ও আটা বিতরণ করেছেন দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবে সহ-সভাপতি মোস্তাক আহমেদ। তিনি জানান, এ পর্যন্ত ৭ হাজারের বেশি মানুষকে ব্যাক্তিগত উদ্যোগে সহায়তা করছেন তিনি।
লালবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্য ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ। এসময় থানা সভাপতি শাকের আহমেদ, সহ সভাপতি খালেদ রাজু ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, বৃহস্পতিবারসকাল থেকেহতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও অসহায় মানুষের পাশাপাশি নিম্ন-মধ্যবিত্ত আয়ের পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন মৎসজীবি লীগের নেতাকর্মীরা। কুড়িল বিশ্বরোডস্থ বায়োলাইফ হাসপাতালে সামনে এবং বসুন্ধরা গেইটের পাশ এসব খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সায়ীদুর রহমান সাঈদ, সাধারণ
সম্পাদক শেখ আজগর নস্কর। এসময় সংগঠনটির কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ তালুকদার,শফিউল আলম শফিক, এস এম মামুন সিদ্দিকী, সারোয়ার আলম, এনামুল হক
রাজুসহ ঢাকা উত্তর ও দক্ষিণেল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মৎস্যজীবি লীগ সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর বলেন, প্রধানমন্ত্রী
শেখ হাসিনার নির্দেশে জাতির পাশে দাঁড়িয়েছে মৎস্যজীবি লীগ। গত ৫ এপ্রিল থেকে রাজধানীতে আমাদের ত্রান সহায়তা অব্যাহত রয়েছে। পবিত্র রমাজান মাস উপলক্ষ্যে পাঁচ হাজার অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই কার্যক্রম সারাদেশে অব্যহত থাকবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ