বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈশ্বরদীতে পুলিশ মারা মামলার প্রধান আসামি আলাউল হক শান্ত (৪০) গ্রেফতার হয়েছে।
গতকাল রাতে ঈশ্বরদী থানার এস আই আলমগীর নতুন হাট এলাকা থেকে শান্তকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামী শান্ত ছলিমপুর ইউনিয়নের মানিকনগর মধ্যপাড়ার আতিয়ার রহমানের ছেলে। সে নতুন হাট মোড় বাজারের একজন কসমেটিক ব্যাবসায়ী। গত ২৭ এপ্রিল সকালে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খুলে বেচাকেনা করার সময় পুলিশ গিয়ে বাধা দিলে শান্ত বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে শান্তকে পুলিশ গ্রেফতারের চেষ্টা করলে অন্যান্য ব্যাবসায়ীরাও পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এসময় ব্যাবসায়ীদের হামলায় কনস্টেবল রুহুলসহ ৩ জন আহত হয়।
এঘটনায় এএস আই খাইরুল বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে ঐদিনই ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করে। এই মামলার আইও এসআই আলমগীর গতকাল প্রধান আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকা থেকে গ্রেফতার করে আজ পাবনা জেল হাজতে প্রেরন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।