মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগারের একজন ইরানি বিজ্ঞানী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে ওই বিজ্ঞানী বিনাবিচারে মার্কেট কারাগারে আটক রয়েছেন।
ভঙ্গুর স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে জনাকীর্ণ কারাগার থেকে মুক্তি দেয়ার জন্য মার্কিন সরকারের প্রতি ওই বিজ্ঞানী বহুদিন থেকে আহ্বান জানিয়ে আসছিলেন। কিন্তু মার্কিন সরকার তার আবেদন কান দেয় নি।
ইরানের শরীফ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরুস আজকারির আইনজীবীরা গতকাল (মঙ্গলবার) করোনা সংক্রমণের কথা নিশ্চিত করেন। তাকে আমেরিকার লুইজিয়ানার একটি কারাগারে রাখা হয়েছে যেখানকার পরিবেশ মোটেই স্বাস্থ্যসম্মত এবং পরিচ্ছন্ন নয়। বিজ্ঞানী আসকারি গত মার্চ মাস থেকে ওই কারাগার থেকে মুক্তি দেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছিলেন।
ইরানের এ বিজ্ঞানী ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে টেলিফোনে জানান, তিনি কাশি ও জ্বরে ভুগছিলেন। কর্তৃপক্ষের কাছে মুক্তির আবেদন জানালেও তাঁকে মুক্তি না দিয়ে বরং ওই কারাগারে আরো অনেক নতুন বন্দি আনা হয়েছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।