বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর টেরিবাজারে পুলিশ হেফাজতে এক দোকান কর্মচারীর মৃত্যুর ঘটনায় কোতোয়ালি থানার অধীন বকশিরহাট পুলিশ ফাঁড়ির এএসআই কামরুল ইসলাম ও দুই কনস্টেবলসহ তিন জনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ঘটনা তদন্তে অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বুধবার সন্ধায় টেরিবাজারের প্রার্থনা বস্ত্রালয়ের কর্মচারী গিরিধারি চৌধুরীকে (৬০) চার বস্তা কাপড়সহ আটক করে ফাঁড়িতে আনা হয়।
পুলিশের দাবি সেখানে আনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তবে তার সহকর্মীদের অভিযোগ পুলিশের মারধরে তিনি অসুস্থ হয়ে পড়েন।
তার বাসাও টেরিবাজার এলাকায়। গ্রামের বাড়ি পটিয়ায়। তার এক মেয়ে ও জামাতাও পুলিশের কনস্টেবল।
ঘটনার পর রাতে ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা দায়ী পুলিশ সদস্যদের শাস্তি চেয়ে এলাকায় বিক্ষোভ করে। পরে স্থানীয় কাউন্সিলর ও নগর পুলিশের কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।