Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একশ’কোটি আক্রান্তের শঙ্কা আইআরসির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

ঝুঁকিতে থাকা দেশগুলোকে দ্রুত সহায়তা না দিলে বিশ্বের ১০০ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। দাতব্য সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এমনভাবেই সতর্ক করে দিয়েছে। খবর বিবিসির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ডেটার ভিত্তিতে করা একটি প্রতিবেদনে এমন কথা জানিয়েছে আইআরসি। ওই রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে ৫০ কোটি থেকে ১০০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হবে। সংস্থাটি বলছে, বৈশ্বিকভাবে করোনার বিস্তার রোধে আর্থিক ও মানবিক সহায়তা প্রয়োজন। তারা বলছে, বড় ধরনের প্রাদুর্ভাব এড়াতে আফগানিস্তান ও সিরিয়ার মতো ‘ভঙ্গুর দেশগুলোর’ জন্য ‘জরুরি অর্থ সহায়তা’ প্রয়োজন। হাতে খুব বেশি সময় নেই বলেও সতর্ক করে দিয়েছে আইআরসি। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে ৩০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে দুই লাখের বেশি মানুষ। আইআরসি বলছে, করোনার কারণে সংঘাতপূর্ণ ও অস্থিতিশীল দেশগুলোতে ৩০ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে। সংস্থাটির প্রধান ডেভিড মিলিব্যান্ড বলেন, এই সংখ্যা একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করা উচিত। তিনি বলেন, এই মহামারীটির পুরো ধ্বংসাত্মক এবং অপ্রতিরোধ্য ক্ষতি এখনও বিশ্বের সবচেয়ে ভঙ্গুর ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে অনুভ‚ত হয়নি। তাই সামনের সারির প্রচেষ্টাগুলোর জন্য দাতাদের জরুরি পর্যায়ে সহনীয় অর্থ সহায়তা করাই এখন গুরুত্বপূর্ণ। বিবিসি।



 

Show all comments
  • ইফতিখার নাঈম ৩০ এপ্রিল, ২০২০, ১:৫৮ এএম says : 0
    আর আতঙ্কিত করে লাভ নাই। অনেক করেছেন। পুরা বিশ্ব আতঙ্কিত ছিলো। এখন আল্লাহর রহমতে সব দেশেই আক্রান্তের সংখ্যা কমে গেছে। ইতালি স্পেন নিউইয়র্কের যেই অবস্থা ছিলো এখন অনেকটা সাভাবিক হয়েছে। সব কিছুর পর বাংলাদেশে আল্লাহর রহমত আছে এবং রোজার মাসও শুরু হয়ে গেছে, সেই বাংলাদেশ আল্লাহর হেফাজতে আছে। যে যেমন ধারনা করেছিলো তেমন কিছুই হয়নি! Hide or report this
    Total Reply(0) Reply
  • আঃ রহমান ৩০ এপ্রিল, ২০২০, ১:৫৯ এএম says : 0
    আমাদের জন্য আর কোনো রকম ছাড় কিংবা মানবিকতা দেখানোর দরকার নাই...আমাদের/জনগনের সার্থেই আমাদের সরকার এবং প্রশাসনের উচিত,শক্ত পদক্ষেপের সাথে শক্ত মনোভাব পোষন করে জনগনকে ঘর বন্দী করে ফেলা...যাতে অনেকাংশে বিপদমুক্ত হওয়া যায়...নতুবা আমরা শেষ হতে চলেছি হয়তো, আল্লাহু আলাম (করোনা) আক্রান্তের হার দ্রুত বাড়তেই আছে শিল্প কারখানা,হাট বাজার,ব্যাংক,উপসানালয় যাই বলেন না কেনো দ্রুত সময়ের মধ্যে সব কিছু বন্ধ করে দেয়া উচিত...নতুবা ঘোরতর বিপদের দিকে এগিয়ে যাচ্ছি আমরা নিজে নিজেই সচেতন হয়ে যাই #stay home,stay safe
    Total Reply(0) Reply
  • Mah Munshi ৩০ এপ্রিল, ২০২০, ১:৫৯ এএম says : 0
    গাজীপুর ও নারায়নগ‌ঞ্জে গার্মেন্টস শ্রমিকদের দিয়ে যত্ন করে করোনা'র চাষ করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই বাম্পার ফলন হবে।
    Total Reply(0) Reply
  • Shameem Ahmed ৩০ এপ্রিল, ২০২০, ১:৫৯ এএম says : 0
    সৌদী আরবে প্রতিদিন ২০০/৩০০ হারে করোনা আক্রান্ত সনাক্ত হচ্ছিলো, সিগ্ধান্ত নিয়ে আক্রান্ত এলাকায় বাসায় বাসায় গিয়ে টেষ্ট করা শুরু করলো- প্রতিদিন ১০০০+ করোনা আক্রান্ত সনাক্ত হচ্ছে!! বুঝা গেল আক্রান্ত হয়েও মানুষ বাসায় বাসায় অবস্থান করতেছে।। ** বাংলাদেশেও আক্রান্ত এলাকায় বাসায় বাসায় গিয়ে টেষ্ট করুন- নয়তো হঠাৎ করেই মহামারি ছড়িয়ে পড়বে!!
    Total Reply(0) Reply
  • Shamaun Iqbal Shamun ৩০ এপ্রিল, ২০২০, ১:৫৯ এএম says : 0
    বাংলাদেশের ঘনবসতিপূর্ণ সমাজ ব্যবস্থার কারনে করোনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ঘরের কোণে কোণে! ধীরগতির টেস্টের কারনে করোনা আরও ছড়াবে! দ্রুত টেস্ট না বাড়ালে আগামী এক যুগেও এই অভিশাপ থেকে আমাদের মুক্তি নাই! মন্ত্রী এমপিরা যদি মনে করে থাকেন যে তারা সুরক্ষিত, তারা নিজেরা বা তাদের আপনজনরা করোনায় আক্রান্ত হবে না, তাহলে তাদের জন্য রইলো করোনীয় করুনা!
    Total Reply(0) Reply
  • জীবনের গল্প ৩০ এপ্রিল, ২০২০, ২:০০ এএম says : 0
    যে এই কথাটা বলেছে তাকে পাবনার হেমায়েতপুর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হোক. মানুষ পাগল হয়ে গেলে কি যে বলে তা পাগল নিজেও জানেনা.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ