Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হৃদরোগ ইনস্টিটিউটের ৮ চিকিৎসকসহ ২৯ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ৮:৪৫ পিএম

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৮ চিকিৎসকসহ ২৯ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. আশরাফুল হক সিয়াম এ তথ্য নিশ্চিত করেন।
ডা. সিয়াম বলেন, আক্রান্তের মধ্যে আটজন চিকিৎসক, দু’জন ওয়ার্ড মাস্টার, দু’জন ওয়ার্ড বয় এবং ১৫ জন সিস্টার। রোগী সবসময়ই ছিল আমাদের। তাদের মধ্যে থেকেই ১০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর চিকিৎসকসহ অন্যদের টেস্ট করানো হয়। সেখান থেকেই পর্যায়ক্রমে মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত ২৯ জনের পজিটিভ এসেছে। আমাদের স্যাম্পল আরও গিয়েছে, সেগুলো আসতে থাকবে।
তিনি বলেন, আজ একসঙ্গে অনেকের পজিটিভ এসেছে, তবে এর আগেও হয়েছে। গত তিন থেকে চারদিন ধরেই চিকিৎসকদের পজিটিভ হওয়ার সংবাদ আসছিল।
হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মীর জামাল উদ্দিন বলেন, হাসপাতালের ২৯ নার্স এবং ১৬ থেকে ১৯ জন চিকিৎসক কোয়ারেন্টিনে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ